আসলে কখন যে – কি মাথায় আসে তার ঠিক নেই। তাই ভেবেছিলাম যদি কিছু কথা বা লেখা সংরক্ষণ করে রাখা যায়, অন্তত নিজের জন্যই। কতো লেখাই তো এদিক সেদিক পরে থাকে, কতো ভাবনাই তো মাথায় ঘুরতে থাকে, থাকনা সেগুলে সবমিলে একখানে।
যদি সাথেই থাকেন তো আপনার না হোক কিছুটা আমিই বরং উপকৃত হবো।
আপনি ঘুরে গেলেন, আমি কৃতজ্ঞ, ধন্য।