April 18, 2016April 18, 2016 বোঝেনা কেউ যখন তুমি কাছে থাকো স্বপ্নিল পৃথিবী যেন সুখে ভরে উঠে.. সকল বাস্তবতা পিছে ফেলে মনে হয় হতাশা বলে কিছু নেই কোন চাওয়া পাওয়া আশা নেই পূর্ণতায় কানায় কানায় ভরা হৃদয় থেকে উপচে পড়ে প্রেম কি যে পরম পাওয়া কি যে ভালোলাগা-ভালোবাসা বোঝেনা তো কেউ…